২০ মার্চ, ২০১৯ ১২:৫৩

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

উত্তরায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর প্রগতি সরণি সড়কে সুপ্রভাত বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকার মতো উত্তরায়ও অবস্থান নেন শিক্ষার্থীরা।

বুধবার উত্তরার হাউস বিল্ডিং এলাকায় রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এর আগে, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাস্থল প্রগতি সরণিতে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। তাদের সঙ্গে সংগতি রেখে পরে রাজধানীর কয়েকটি সড়কেও অবস্থান নেন শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে বাসচাপায় নিহত হন আবরাম। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ছিলেন। মঙ্গলবার সকালে বিইউপিতে ক্লাস করার জন্য প্রগতি সরণিতে দাঁড়িয়ে থাকা বিইউপির বাসে উঠতে যাচ্ছিলেন তিনি। এ সময় সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি নিহত হন। এ ঘটনার পর সন্ধ্যায় পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তার সহপাঠীরা। সন্ধ্যায় সড়ক থেকে সরে যাওয়ার সময় বুধবার আবারও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন।

বিডি-প্রতিদিন/২০ মার্চ, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর