২০ মার্চ, ২০১৯ ১৪:২৪

বরিশালে ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বরিশালে ২৫০ শয্যার নতুন ভবন নির্মাণের নির্দেশ প্রতিমন্ত্রীর

বরিশাল জেনারেল (সদর) হাসপাতালের পুরাতন ৫টি ভবন ভেঙে ২৫০ শয্যার নতুন হাসপাতাল ভবন নির্মাণের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান। বুধবার সকাল ১১টায় বরিশাল জেনারেল হাসপাতাল, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং নির্মাণাধীন ২০০ শয্যা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতাল পরিদর্শন করেন।

পরে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জেনারেল হাসপাতালের পুরাতন ৫টি ভবন খুবই ঝূঁকিপূর্ণ। ১০০ শয্যার হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত এবং ভবন নির্মানের সিদ্ধান্ত আগেই দেওয়া আছে। স্থাপত্য বিভাগের অনাপত্তি নিয়ে এগুলো ভেঙে নতুন ভবন নির্মানের নির্দেশ দেন তিনি। এই হাসপাতাল এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র হাসপাতালের চিকিৎসা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন তিনি।

একই সাথে নির্মাণাধীন ২০০ শয্যা বিশিষ্ট শহীদ সুকান্ত বাবু শিশু হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত গতিতে করার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।

দুপুরের পর বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর