২০ মার্চ, ২০১৯ ১৮:৫২

পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখার দাবি

নিজস্ব প্রতিবেদক

পরীক্ষার সময় কোচিং সেন্টার খোলা রাখার দাবি

পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্সার পরিচালিত কোচিং সেন্টার খোলা রাখার দাবি জানিয়েছে এসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এএসইবি)। বুধবার ফার্মগেটে সংগঠনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বক্তারা।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মো. ইমাদুল হক। 

বক্তব্যে তিনি বলেন, ২০১৮ সালে প্রথম এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সেই এসএসসি পরীক্ষাতেই প্রশ্নফাঁস সবচেয় বেশি হয়েছে। তাই ছায়া শিক্ষা প্রতিষ্ঠান বা কোচিং সেন্টার বন্ধ রাখার সঙ্গে প্রশ্নফাঁস হওয়া বা না হওয়ার সম্পর্ক নেই। 

তিনি আরও বলেন, ২০১৭ সালের ডিসেম্বর থেকে শুরু করে ২০১৯ সাল পর্যন্ত প্রশ্নফাঁসের অপরাধে ১৯০ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে কোচিং সেন্টারের কেউ জড়িত ছিল না। 

সরকারকে একটি সুনির্দিষ্ট নীতিমালার আওতায় কোচিং সেন্টার গুলোকে পরিচালনার অনুরোধ জানান বক্তারা। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক মো. মাহমুদুল হাসান সোহাগ, সামসে আরা খান, আকমল হোসেন, কামাল উদ্দিন পাটোয়ারী, মাহবুব আরেফিন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর