২০ মার্চ, ২০১৯ ২০:৫০

‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের’ সমীক্ষা চালাচ্ছে জাপানি প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দরের’ সমীক্ষা চালাচ্ছে জাপানি প্রতিষ্ঠান

ঢাকার পাশেই আন্তর্জাতিক মানের সর্বাধুনিক নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে। ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর’ শীর্ষক এ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা চালাচ্ছে জাপানি পরামর্শক প্রতিষ্ঠান নিপ্পন কোয়ি কোম্পানি লি.।

সংসদ ভবনে বুধবার সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ২য় বৈঠকে এসব তথ্য তুলে ধরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। 

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকে সভাপতিত্ব করেন কমিটি সভাপতি আ স ম ফিরোজ। কমিটি সদস্য মোস্তাফিজুর রহমান, ইসমাত আরা সাদেক, মো. মাহবুব উল আলম হানিফ, মির্জা আজম, মোহাম্মদ নজরুল ইসলাম এবং মুহিবুর রহমান মানিক বৈঠকে অংশগ্রহণ করেন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর