শিরোনাম
২০ মার্চ, ২০১৯ ২২:২৪

গাঁজা সেবন ছাড়া গাড়ি চালাতে পারে না চালক সিরাজুল

অনলাইন ডেস্ক

গাঁজা সেবন ছাড়া গাড়ি চালাতে পারে না চালক সিরাজুল

সু-প্রভাত বাসের চালক সিরাজুল ইসলাম

গাঁজা সেবন ছাড়া গাড়ি চালাতে পারেন না রাজধানীর প্রগতি সরণিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে চাপা দেয়া সু-প্রভাত বাসের চালক সিরাজুল ইসলাম। 

বুধবার আদালত থেকে হাজতে নেয়ার সময় এ কথা জানান সিরাজুল। তিনি জানান, সারা রাত না ঘুমিয়ে তিনি গাড়ি চালিয়েছিলেন। না ঘুমানোর কারণে মাথা ঠিক ছিল না। ওইদিন প্রথমে একটি মেয়েকে গাড়ি চাপা দেয়। এর থেকে বাঁচার জন্য দ্রুত গাড়ি চালাতে গিয়ে আবরারকে গাড়ি চাপা দেয়।

এর আগে গুলশান থানার ওসি (অপারেশন) আমিনুল ইসলাম বুধবার বেলা পৌনে ৩টার পর তাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, চালক সিরাজুল ইসলাম নিয়মিত গাঁজা সেবন করেন। গাঁজা সেবন ছাড়া গাড়ি চালাতে পারেন না বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিকার করেছেন।

প্রসঙ্গত, মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর প্রগতি সরণি এলাকায় সু-প্রভাত বাসের চাপায় বিইউপির শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর