২০ মার্চ, ২০১৯ ২২:২৬

এ যেন মাইগ্রেশন, সু-প্রভাত হয়ে যাচ্ছে সম্রাট

শেখ সফিউদ্দিন জিন্নহ

এ যেন মাইগ্রেশন, সু-প্রভাত হয়ে যাচ্ছে সম্রাট

সংগৃহীত ছবি

রাজধানীর সদরঘাট থেকে গাজীপুর মহানগরীর গাজীপুরা রুটে চলাচলকারী ‘সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিস’ পরিবহনের কিছু বাসের রং বদলিয়ে এখন সম্রাট ট্রান্সলাইন (প্রা:) লিঃ'র সঙ্গে সংযুক্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বুধবার গাজীপুর সিটি করপোরেশনের গাজীপুরা এলাকায় কয়েকটি স্থানে সু-প্রভাত পরিবহনের কিছু সংখ্যক বাস রং বদলানোর চিত্র দেখা গেছে।

গত মঙ্গলবার সু-প্রভাত পরিবহনের বাসের চাপায় প্রাণ হারায় বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালস (বিইউপি) এর ছাত্র আবরার আহমেদ চৌধুরী। এর জের ধরে এ পরিবহনের নিবন্ধন বাতিল করা হয়। এছাড়াও এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীরাও বুধবার থেকেই আন্দোলনে নামে।

এদিকে এ ঘটনার পর থেকেই সুপ্রভাত পরিবহন কোম্পানীতে নিবন্ধনকৃত বিভিন্ন বাস রং বদলিয়ে সম্রাট পরিবহনে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। এছাড়া গাড়ির মালিকরা তাদের সুবিধামতো কোম্পানীতে নিজেদের বাস অন্তর্ভূক্ত করতে ব্যস্ত রয়েছে। সম্রাট পরিবহনের গাড়ি রাজধানীর মহাখালী হতে গাজীপুরের কাপাসিয়া হয়ে নরসিংদীর মনোহরদীর চালাকচর পর্যন্ত চলাচল করে।

একাধিক  শ্রমিক, বাস চালক ও সুপারভাইজারের সাথে কথা বলে জানা গেছে, সু-প্রভাত স্পেশাল বাস সার্ভিসটির রুট পারমিট রাজধানীর সদরঘাট থেকে রামপুরা হয়ে উত্তরা পর্যন্ত হলেও এখন চলছে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা পর্যন্ত। এই প্রতিষ্ঠানের ৭০টি বাস চলার অনুমোদন থাকলে চলছে প্রায় সাড়ে তিনশত বাস।

সু-প্রভাতের টঙ্গী স্টেশন রোডের সুপারভাইজার কামরুল ইসলাম জানান, সু-প্রভাত পরিবহনের বাসের রং বদলিয়ে অন্য পরিবহনের নামে চলার বিষয়টি তার জানা নেই। বিষয়টি মালিক কর্তৃপক্ষ বলতে পারবেন। তবে এ বিষয়ে দুটি পরিবহনের মালিকপক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

গাজীপুরা এলাকার চা দোকানী ইসমাইল হোসেন জানান, আজকে সারাদিন “সুপ্রভাত স্পেশাল” বাস সার্ভিস কাউন্টার থেকে বের হতে দেখিনি। বাস মালিকেরা তাদের বাসের নাম মুছে ফেলতে দেখা গেছে। তবে কি কারনে বাসের নাম পালাটচ্ছে এ বিষয়ে ওই চা দোকানী কিছু বলতে পারেননি।

টঙ্গী সরকারী কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গঅর আলম জানান, গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনির্ভাসিটি অব প্রফেশনালসের (বিইউপি) ছাত্র আবরার আহাম্মেদ চৌধুরী নিহত হয়। তাই বাস মালিক কর্তৃপক্ষ ছাত্রদের ভাংচুরের হাত থেকে রক্ষা পেতে এ অভিনব কৌশল অবলম্বন করছে।  

“সুপ্রভাত স্পেশাল” বাস সার্ভিস কর্তৃপক্ষ তাদের বাসের নাম পরিবর্তন করে সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি. নামে মহাসড়কে চালানোর ব্যবস্থা করছে। এতে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে প্রতারনা করার পাঁয়তারা করছে।    

গাজীপুর মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার নজরুল ইসলাম জানান, সু-প্রভাত পরিবহনের কোন বাস অন্য কোম্পানীর নামে পরিবর্তিত হচ্ছে এমনটা আমার জানা নেই। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। সু-প্রভাত পরিবহনের কোন বাস গাজীপুরে প্রবেশ করতে পারবেন না।

গাজীপুর বিআরটিএর মোটরযাণ পরিদর্শক কামরুজ্জামান জানান,একটি প্রতিষ্ঠানের নিবন্ধন তার গাড়ীর নাম্বারসহ নিতে হয়। এক্ষেত্রে পরিবহনের নিবন্ধন বাতিল হলেও গাড়ীগুলো অন্য পরিবহনে চলতে পারবে কিনা এ বিষয়ের বিধিবিধান এ মুহুর্তে তিনি বলতে পারবেন না। আর এসব পরিবহন গাজীপুর পর্যন্ত চললেও বিষয়টি বিআরটিএ ঢাকা অফিস থেকেই দেখা হয়।

কাপাসিয়ার সম্রাট পরিবহন (প্রা:) লি: এর ব্যাবস্থাপনা পরিচালক মাসুদ রানা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সপ্রভাতের গাড়ি সম্রাটে আসছে তার কোনো সত্যতা নেই। আমরা সুপ্রভাত পরিবহনের কোনো গাড়ি আমাদের কোম্পানিতে যুক্ত করবো না। তবে এ সংক্রান্ত অপপ্রচার যারা চালাচ্ছেন এর প্রতিবাদ জানাচ্ছি।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর-বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর