২১ মার্চ, ২০১৯ ১২:০২

প্রগতি সরণিতে 'আবরার ফুটওভার ব্রিজ' নির্মাণের কাজ শুরু

অনলাইন ডেস্ক

প্রগতি সরণিতে 'আবরার ফুটওভার ব্রিজ' নির্মাণের কাজ শুরু

ভিত্তিপ্রস্তর স্থাপনের পরদিনই রাজধানীর প্রগতি সরণির সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণের কাজ শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

সুপ্রভাত বাসের চাপায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী যেখানে নিহত হয়েছিলেন ঠিক তার কয়েক গজ দূরে রাস্তার পাশে বৃহস্পতিবার সকালে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে।

এর আগে, বুধবার নিহত আবরারের বাবা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আরিফ আহমেদ চৌধুরীর পক্ষে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। 

বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, পুরোদমে নির্মাণ কাজ শুরু হয়েছে। এজন্য বন্ধ রাখা হয়েছে জোয়ার সাহারা বাজারের দিকে যাওয়ার সড়কটি। সেখানে ওভারব্রিজের পাইলিংয়ের কাজ চলছে।  

বিডি-প্রতিদিন/২১ মার্চ, ২০১৯/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর