শিরোনাম
২১ মার্চ, ২০১৯ ১৯:২৮

গণতন্ত্র অনেক বিপদে পড়বে: বি চৌধুরী

অনলাইন ডেস্ক

গণতন্ত্র অনেক বিপদে পড়বে: বি চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি ও  বিকল্পধারা বাংলাদেশের প্রসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ভোটাররা কেন অংশগ্রহণ করছে না? এই প্রশ্নের উত্তর বের করতে হবে। যদি আমরা উদাসীন হয়ে যাই, চিন্তা না করি, তাহলে আমার আশঙ্কা যে, ভোটাররা যদি নির্বাচন বিমুখ হয়ে যায় গণতন্ত্র অনেক বিপদে পড়বে। দেশের মানুষ যদি ভোট দিতেই না যায়, তার চেয়ে বড় বিপদ আর কিছু হতে পারে না।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় জাতীয় যুক্তফ্রন্টের আহ্বায়ক এসব কথা বলেন।

উপজেলা নির্বাচনের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, 'দলের মধ্যে নেতৃত্বে লড়াই হচ্ছে- একজন দলীয় মনোনীত প্রার্থী, এক বা একাধিক জন বিদ্রোহী প্রার্থী। এই প্রতিযোগিতা কাদের মধ্যে? দলের মধ্যে, এক দলের প্রার্থী। এটা কী একদলীয় নির্বাচন হয়ে গেল না? প্রাকটিক্যাল হতে হবে। একইভাবে শুধুমাত্র দল সীমাবদ্ধ নির্বাচন কতখানি দেশের গ্রহণযোগ্য হবে-এটা ভাবতে হবে। তাই বলব, কেন এ রকম হচ্ছে- এটা দেখতে হবে।'

তিনি আরো বলেন, 'কী চেহারায় আমরা বলব যে, গণতন্ত্র আছে। সংসদের দিকে তাকাতে হবে। সেখানে যেন মনে হয় যে, গণতন্ত্র আছে। মাননীয় স্পিকার সংসদ পরিচালনার সময় নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং সেখানে অসংসদীয় উচ্চারণ বন্ধ করতে হবে, ঘৃণা বক্তব্য প্রত্যাহার করতে হবে।'

বি চৌধুরী বলেন, 'পৃথিবীর সব গণতান্ত্রিক সরকার যে দেশে হয়েছে সে দেশে বিরোধী দলের রাজনীতি আছে। বিরোধী দল ছাড়া গণতন্ত্র সম্পূর্ণ হয় না। এটা আংশিক গণতন্ত্র, যেটা ইনকমপ্লিট ডেমোক্রেসি। কমপ্লিট ডেমোক্রেসি অর্থ্যাৎ সত্যিকার গণতন্ত্রের স্বার্থে আমাদের দেশে বিরোধী দলের ভূমিকা নিশ্চয়ই থাকতে হবে। সরকারকে বড় ত্যাগ স্বীকার করতে হবে, তাকেই এগিয়ে আসতে হবে। নইলে গর্ভামেন্ট ইজ দ্য ইম্পরটেন্ট অথরিটি যেখানে সরকার ভবিষ্যতে সমালোচিত হবে।'

মাওলানা মুহাম্মদ মাসুদ বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বিএলডিপির চেয়ারম্যান নাজিমউদ্দিন আলম, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার মিলন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদি প্রমুখ বক্তব্য রাখেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর