২১ মার্চ, ২০১৯ ২১:০৮

সাভারে বহুতল ভবন হেলে পড়েছে, বাসিন্দাদের ভবন ত্যাগের নির্দেশ

সাভার প্রতিনিধি

সাভারে বহুতল ভবন হেলে পড়েছে, বাসিন্দাদের ভবন ত্যাগের নির্দেশ

সংগৃহীত ছবি

ঢাকার সাভারে একটি বহুতল ভবন হেলে পড়েছে অন্য একটি বহুতল ভবনের দিকে। ঘটনাস্থল পরিদর্শন করে ভবনের বাসিন্দাদের দ্রুত ভবন ত্যাগের নির্দেশ দিয়েছেন পৌরসভার মেয়র আব্দুল গণি। 

বৃহস্পতিবার বিকালে সাভার পৌর এলাকার তালবাগ মহল্লার জিয়াউর রহমানের ছয়তলা বাড়িতে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে হঠাৎ করে জিয়াউর রহমান নামের ওই ব্যক্তির ছয়তলা বাড়িটি পাশের নাজিমুদ্দিন নামের এক ব্যক্তির ছয়তলা ভবনের দিকে হেলে পড়ে। এসময় দ্রুত নামতে গিয়ে অন্তত ১৫জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে ভবনটির বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেন পৌর মেয়র আব্দুল গণি। 

ওই ছয়তলা বাড়িতে ১২ টি ফ্ল্যাটের মধ্যে ৫টি ফ্ল্যাট ভাড়া দেওয়া রয়েছে। এঘটনায় ওই বাড়িটির আশেপাশের ও বাড়ির ভাড়াটিয়াদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এদিকে হেলে পড়া ভবনটি দেখতে উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। হেলে পড়া ভবনটির কেয়ারটেকার রবিউল ইসলাম এ বিষয়ে কোন কথা বলতে রাজি হয়নি।

সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ভবনের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। বুয়েট থেকে পরীক্ষা করার পরে ভবনটি কি করা হবে তা জানানো হবে।

এ দিকে সাভার ফায়ার সার্ভিস ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লিটন আহমেদ বলেন, যদিও ৬ তলার কাজ শেষ হয়েছে। ভবনটি ঝাঁকুনি দিয়ে হেলে পড়ে এবং ভবনটির বিরুদ্ধে পৌরসভা ব্যবস্থা নিচ্ছে।

বিডি প্রতিদিন/২১ মার্চ ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর