২২ মার্চ, ২০১৯ ২১:১৮

বিড়াল ছানা হত্যা মামলায় সেই কলেজছাত্রীর জামিন

অনলাইন ডেস্ক

বিড়াল ছানা হত্যা মামলায় সেই কলেজছাত্রীর জামিন

তরুণী ও বিড়ালের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ

দু’দিন বয়সী বিড়ালের ছানা হত্যার অভিযোগে করা মামলায় গ্রেফতার কলেজছাত্রী ইসরাত জাহান মেহজাবিনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার (২২ মার্চ) ঢাকা মহানগর হাকিম আদালতে তার আইনজীবী জামিনের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম ধীমান ঘোষ তা মঞ্জুর করেন।

পূর্বের খবর: বিড়ালকে ৪ টুকরা করে ফেসবুকে পোস্ট, তরুণীর বিরুদ্ধে মামলা

আদালতে এর আগে এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মুগদা থানার উপ-পরিদর্শক নয়ন দেবনাথ। পরে উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম এ আদেশ দেন।

জানা যায়, ইসরাত জাহান রাজধানীর গোপীবাগ এলাকায় একটি বিড়ালকে হত্যা করে তার শরীরের বিভিন্ন প্রত্যঙ্গ আলাদা করে এর ছবি ফেসবুকে পোস্ট করে। এরপর ওই তরুণীর ছবিসহ তার পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এ ঘটনায় বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন কেয়ার ফর পস- এর সাধারণ সম্পাদক জাহিদ হুসাইন বাদী হয়ে মুগদা থানায় মামলা দায়ের করেন। পরে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে মুগদা থানা পুলিশ।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর