২৮ মে, ২০২০ ০৩:০৫

ইউনাইটেড হাসপাতালে আগুনে নিহতদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ

অনলাইন ডেস্ক

ইউনাইটেড হাসপাতালে আগুনে নিহতদের মধ্যে ৩ জন করোনা পজিটিভ

সংগৃহীত ছবি

রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (২৭ মে) রাত ৯ টা ৫৫ মিনিটে হাসপাতালের নিচ তলার আইসিইউ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১০টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। 

হাসপাতালের নিচতলায় অস্থায়ী করোনা ইউনিটে এই ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হন। তারা সেখানে আইসোলেশনে ছিলেন। তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী ছিলেন বলে জানা গেছে।

ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী জানান, আগুনে নিহত ৫ জনের মধ্যে তিনজন করোনা পজিটিভ এবং ২ জন নেগেটিভ বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। নিহতদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। তাদের তিনজনের বয়স ৭০ বছরের উপরে, একজনের ৪৫ এবং আরেকজনের বয়স ৫০ বছর।

তিনি আরও বলেমন, যেহেতু ২ জনের করোনা নেগেটিভ ছিলো, তাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে স্বজনদের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। বাকি তিন জনের মরদেহ আইইডিসিআর'র নির্দেশনা অনুযায়ী তাদের ধর্মীয় বিধান মেনে দাফন বা সৎকার করা হবে।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর