বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বিক্ষোভ মিছিলের জন্য শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চক্বরে।
শনিবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। চারদিক থেকে ছোট ছোট মিছিলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরে জড়ো হন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দেন, ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হয়। সারাদেশের আপামর জনসাধারণকে এ কর্মসূচি সফল করার আহ্বান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ