কোটা সংস্কার দাবির আন্দোলনে সারা দেশে হত্যার প্রতিবাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
এর অংশ হিসেবে রাজধানীর শান্তিনগর মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেছেন শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি অনেক অভিভাবককেও বিক্ষোভে যোগ দিতে দেখা গেছে। সকাল থেকে স্বল্প যান চলাচল করলেও এ সময় তাও বন্ধ হয়ে যায়।
আজ শনিবার দুপুর শোয়া ২টার দিকে রাজধানীর শান্তিনগর চৌরাস্তার মোড়ে আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা অবস্থান নেন। কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের উপস্থিতি চোখে পড়েনি।
সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলায় খুনের প্রতিবাদ ও ৯ দফা দাবিতে শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। শুক্রবার রাতে ঘোষণা দেওয়া এ কর্মসূচি সারা দেশের আপামর জনসাধারণকে সফল করার আহ্বান জানান তারা।
বিডি প্রতিদিন/জুনাইদ