ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় ডা. মৌমিতাকে ধর্ষণ ও হত্যার বিচার দাবিতে বরিশাল নগরে মানববন্ধন এবং সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সাধারন শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসুচী পালন করা হয়।
'প্রীতিলতার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই' শিরোনামে অনুষ্ঠিত কর্মসুচীতে সভাপতিত্ব করেন বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী সুমি হক। বক্তব্য রাখেন বিএম কলেজ শিক্ষার্থী নাহিদ ইসলাম, হুজাইফা রহমান, জান্নাতুল রিয়া, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব, রাইজুল ইসলাম সাকিব, ঈশা ও সাকিন প্রমুখ।
কর্মসুচীতে বক্তারা বলেন বিশ্বের নানা প্রান্তে শিশুসহ বিভিন্ন বয়সী নারীরা ধর্ষণের শিকার হচ্ছে। তাই শিশু বয়স থেকে তাদের প্রতিরোধের শিক্ষা দিতে হবে। নিজেদের রক্ষায় যেন প্রতিরোধ গড়ে তুলতে পারে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ