রাজধানীর হাজারীবাগের ঝাউচর গুদারাঘাটে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) এই দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কিশোরকে নিয়ে আসা পথচারী সুমি আক্তার জানান, দুপুর তিনটার দিকে আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাই একটি ছেলে নদীর ঘাটে ভেসে আছে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ