বিএনপি নেতা নবীউল্লাহ নবী বলেছেন, ‘আর কোনো নৈরাজ্য মেনে নেওয়া হবে না। ষড়যন্ত্রকারীদের যে কোন চক্রান্ত আমরা রুখে দেব। যুদ্ধ শেষ হয়ে যায়নি। ফ্যাসিবাদকে আমরা বিতাড়িত করলেও তাদের অপচেষ্টা থেমে নেই। আওয়ামী দোসরদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।’
শনিবার ঢাকা-৫ আসনের ৬৫নং ওয়ার্ডে সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভায় তিনি এসব কথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের অপশাসনের কারণে ১৫ বছর দেশের মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। তাদের লজ্জাজনক বিদায় হয়েছে। অচিরেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। মানুষ তাদের ভোটের অধিকার ফিরে পাবে।’
নবীউল্লাহ নবী বলেন, ‘গত ৫ আগস্টের পর থেকে বিভিন্নস্থানে বিএনপি নেতাকর্মীদের নাম ভাঙিয়ে যারা নৈরাজ্য করেছে, তাদের চিহ্নিত করতে কাজ করা হচ্ছে। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা-৫ আসনে আওয়ামী লীগের সেই পুরনো সন্ত্রাস, নৈরাজ্য ও চাঁদাবাজির আর জায়গা হবে না। মনে রাখতে হবে যারা এই নৈরাজ্যের পক্ষ নেবে তারা আওয়ামী লীগের দোসর। এতে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা পেলে সাংগঠনিক কঠোর ব্যবস্থা নেয়া হবে- এটি দেশনায়ক তারেক রহমানের নির্দেশ।’
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ডেমরা-যাত্রাবাড়ীর বিভিন্ন ওয়ার্ডে সন্ত্রাস-চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি মিছিল ও পথসভা চালিয়ে যাচ্ছেন নবীউল্লাহ নবী।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন