রংপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা যাত্রী মঞ্জিলা বেগম (৪০) নিহত হয়েছে। রবিবার সকালে তারাগঞ্জ উপজেলার পুরাতন চৌপথি এলাকার রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জিলা হাড়িয়ারকুঠি ইউনিয়নের কুঠিয়ালপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের স্ত্রী।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি খান শরিফুল ইসলাম জানান, সৈয়দুপুরের একটি জুট মিলে কাজ শেষে সকাল ৮টায় অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন মঞ্জিলা। তিনি তারাগঞ্জের পুরাতন চৌপথি এলাকায় আসলে রংপুর থেকে ছেড়ে আসা সৈয়দপুরগামী একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই মঞ্জিলা বেগম নিহত হন এবং অটোরিকশার যাত্রী এসমোতারা বেগম (৩২) আহত হন। স্থানীয়রা আহত ও নিহতকে উদ্ধার করে তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই