ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) এক কারাবন্দীর মৃত্যু হয়েছে। মৃতের নাম আসলাম ভুঁইয়া ( বয়স ৫৫, কয়েদী নং- ১৯৬/এ)। মৃতের বাবার নাম ওয়াজ উদ্দিন ভুঁইয়া। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ধরিকান্দি সরকার পাড়া গ্রামে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় কারা কর্তৃপক্ষের নির্দেশক্রমে কারারক্ষী জামানসহ কয়েকজন তাকে শুক্রবার সকাল পৌনে ১০ টায় ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, কারা হেফাজতে থাকা এক বন্দীর মৃত্যু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। কারা সূত্রে জানা যায়, দ্রুত বিচার ট্রাইবুনালের একটি মামলায় মৃত ব্যক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল