ঢাকার ডেমরার কোনাপাড়া বাঁশেরপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় মোছা. পারুল বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার ভোর ৪টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সত্যতা নিশ্চিত করেন ডেমরা থানার উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান তিনি বলেন, পারুল বেগম রবিবার ভোরে যে কোনো যানবাহনের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকেন। পরে সকাল ৬টার দিকে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সকাল পৌনে ৮টায় মৃত ঘোষণা করেন।
এসআই আরও বলেন, পরিবারের লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পারুল বেগমের ভাতিজা মেহেদী হাসান রিজভী বলেন, তার কাকির মানসিক সমস্যা ছিল মাঝেমধ্যে বাসা থেকে বের হয়ে যেতো। শনিবার দুপুরে সে বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেনি। অনেক খোঁজাখুঁজি করার পরেও তাকে না পেয়ে আজ রবিবার সকালে ডেমরা থানা পুলিশের মাধ্যমে ফেসবুকে স্ট্যাটাস দেখে যে অজ্ঞাত এক নারী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। পরে থানায় যোগাযোগ করে ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই।
পারুল বেগম চাঁদপুর জেলা মতলব উত্তর উপজেলার লতরদি গ্রামের মুদি দোকান ব্যবসায়ী সাহেব আলীর স্ত্রী।
বর্তমানে মাতুয়াইল পশ্চিমপাড়া মৃধাবাড়ির মাহফুজার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে দুই মেয়ের জননী তিনি।
বিডি প্রতিদিন/আরাফাত