বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশর ১৪৪৫ হিজরি সনের কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গওহরডাঙ্গা মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিতরণী অনুষ্ঠানে ১৩ শতাধিক মাদরাসার মুহতামিম, শিক্ষক, মাদরাসার প্রতিনিধি, পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত থেকে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে মোট আট ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। ১. হাইআতুল উলয়ার পরীক্ষায় মেধাতালিকা ও মুমতাজ প্রাপ্ত ২-৩. গওহরডাঙ্গা বোর্ডে মেধাতালিকা ও মুমতাজ প্রাপ্ত শিক্ষার্থী ৪. মারহালা ভিত্তিক মেধাতালিকায় শীর্ষ পাঁচ মাদরাসা ৫. মারহালা ভিত্তিক মুমতাজ সংখ্যায় শীর্ষ পাঁচ মাদরাসা ৬. পরীক্ষার্থীর হার ও পাশের হারে শীর্ষ পাঁচ মাদরাসা ৭. শতভাগ পাশকারী মাদরাসা ৮. মারহালা ভিত্তিক শতভাগ মুমতাজ প্রাপ্ত মাদরাসা পুরস্কৃত করা হয়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কবিরুল ইসলাম, মাওলানা নুরুল হক, মুফতি নুরুল ইসলাম, মাওলানা আব্দুচ্ছালাম, মাওলানা অজিহুর রহমান, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান, মাওলানা সাখাওয়াত হোসেন, মুফতি রেজাউল ইসলাম, মাওলানা শেখ আব্দুল্লাহ, মাওলানা সাফায়াত হোসাইন, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা আশেকুর রহমান, মাওলানা আব্দ কাইয়ূম।
অনুষ্ঠানে বক্তারা ঐক্যবদ্ধ ভাবে গওহরডাঙ্গা বোর্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রতিদিন/বাজিত