বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলায় রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলের ফের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সোয়েবুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডলকে আদালতে আনা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাসেল ইসলাম আসামির ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে উভয়পক্ষের শুনানি শেষে স্বর্ণশ্রমিক মিলন হত্যা মামলায় বিচারক তুষার কান্তির চারদিনের রিমান্ড মঞ্জুর করেন। এসময় রিমান্ড শেষে আগামী ৫ অক্টোবর আসামিকে আদালতে হাজির করার দিন ধার্য করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পরিদর্শক পৃথিশ চন্দ্র সরকার।
গত ১৭ সেপ্টেম্বর ঢাকার সাভারে আত্মগোপনে থাকা অবস্থায় তুষার কান্তি মন্ডলকে গ্রেফতার করে র্যাব। তিনি আন্দোলনের চার হত্যা মামলার আসামি। এর আগে তাকে আরও দুই দফা রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ্য, নিহত স্বর্ণ শ্রমিক মিলন রংপুর সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের পূর্ব গণেশপুর এলাকার বাসিন্দা ছিলেন। গত ১৯ জুলাই সিটি বাজার এলাকায় ছাত্র আন্দোলনে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মারা যান। এ হত্যার ঘটনায় গত ২৭ আগস্ট সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তিসহ ১৭ জনের নাম উল্লেখ করে রংপুর মেট্রোপলিটন চিফ কোতয়ালী আদালতে মামলা দায়ের করেন মিলনের স্ত্রী দিলরুবা আক্তার।
বিডি প্রতিদিন/এমআই