বরিশাল নগরী থেকে গাঁজা, ইয়াবা ও মাদক সাদৃশ্যের পাউডারসহ এক নারীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার দুপুরে নগরীর আব্দুর রাজ্জাক কলোনীতে (কেডিসি বস্তি) এ অভিযান করা হয়। আটক নারী আসমা বেগম (৩৫) আব্দুর রাজ্জাক কলোনীর মো. মিঠুর স্ত্রী। সে তালিকাভুক্ত মাদক বিক্রেতা।
র্যাব-৮ এর উপ অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুর রাজ্জাক কলোনীতে র্যাব-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা অভিযান করে। এ সময় এক কেজি ২০০ গ্রাম গাঁজা, ৮০ পিস ইয়াবা ও এক কেজি ৩০০ গ্রাম মাদক সাদৃশ্য পাউডারসহ আসমাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ