রাজধানীর হাজারীবাগে বাবার সঙ্গে অভিমান করে অদিতি রাণী দে (১৮) নামে এক কলেজছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন। রোববার (৬ অক্টোবর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলে মারা যান তিনি। অদিতি ঢাকার এক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
অদিতির বাবা লিটন চন্দ্র দে বলেন, অদিতির কলেজের এক শিক্ষক পড়ালেখার বিষয়ে অভিযোগ করেন। এ বিষয়ে আমি অদিতিকে শাসন করি ও পড়াশোনায় মনোযোগী হতে বলি। এতে সে অভিমান করে ভোরে বিষপান করে। দ্রুত তাকে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম