রাজধানীর খিলক্ষেত থেকে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল ও মদসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর খিলক্ষেত থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও যৌথ বাহিনী এই অভিযান চালায়। এ সময় দুটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিনজন গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/একেএ