বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মানুষের বাসায় বাসায় গিয়ে লিফলেট বিতরণ করলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
আজ শনিবার দুপুরে রাজধানীর রূপনগরে বিএনপির উদ্যোগে এই লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় আমিনুল হক বলেন, ‘শুধু হাটবাজার, দোকানপাট, পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করলেই হবে না। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতায় দেশের প্রতিটি অঞ্চলের মানুষের বাসায় বাসায় গিয়ে ডেঙ্গু জ্বর হলে কী তার করণীয় ও প্রতিরোধের উপায় কী, তা মানুষের মাঝে তুলে ধরতে হবে। তবেই আমরা এই লিফলেট বিতরণের সুফল পাবো।’ এ বিষয়ে উপস্থিত নেতাকর্মীদের দিকনির্দেশনাও দেন তিনি।
বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, ঢাকা মহানগর উত্তর এর ৭১টি ওয়ার্ডে মানুষের বাসা বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণের কর্মসূচি চলবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং তার পক্ষ থেকে আমরা এই লিফলেট বিতরণের কাজ করছি। বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকে সর্বদা, জনগণকে নিয়েই বিএনপির রাজনীতি এবং চিন্তা। দেশের কঠিন ক্লান্তিলগ্নে, যেকোনো দুর্যোগে বিএনপির নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে থেকে কাজ করেছে এবং এ কাজ আগামীতেও অব্যাহত থাকবে।’
এ সময় তার সঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মহসিন সিদ্দিকী রনী, মহিলাদল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, রূপনগর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক অলিউল হাসানাত তুহিন, থানা সদস্য এম আশরাফুল ইসলাম, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, আব্দুর রহমান, মোতালেব হোসেন হাওলাদার, আনিছুর রহমান, যুবদল পল্লবী থানার সভাপতি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রূপনগর থানা যুবদলের সভাপতি সোয়েব খান, রূপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান, বিএনপি নেতা নুরুল মুকতাদির দিদার, জাসাস নেতা অ্যাডভোকেট লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর ছাত্রজনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট মিরপুর ১০ নম্বর গোল চত্বরে গুলিবিদ্ধ হয়ে ২ মাস হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে নিহত পল্লবী থানা ছাত্রদল নেতা মো. জীবনের পল্লবীর বাউনিয়াবাদের বাসভবনে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে সান্ত্বনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন আমিনুল হক।
বিকালে মিরপুর ১২ নম্বর ডি ব্লক খেলার মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
বিডি প্রতিদিন/জুনাইদ