রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
এর আগে গত ১১ অক্টোবর দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুরে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটে। তখন একটি বাসা থেকে ৮৫ লাখ টাকা ও ৫০ ভরি স্বর্ণ ও কয়েকটি মোবাইল ফোন লুটপাট করে নিয়ে যায় তারা।
জানা যায়, পাঁচতলা বাড়ির মালিক পাঁচ ব্যক্তি। তারা আপন পাঁচ ভাই, একই বাড়িতেই থাকেন। তাদের মধ্যে এক ভাইয়ের নাম আবু বক্কর সিদ্দিক। তিনি বাড়িটির তিন তলার একটি ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন। ডাকাতরা তার ফ্ল্যাটেই ডাকাতি করেন। আবু বক্কর সিদ্দিকের ইট, কয়লা ও জমির ব্যবসা রয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ