রাজধানীর শান্তিনগর চামেলীবাগ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও গুলিসহ ফয়সাল (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
এ সময় ৫০০টি ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির ১,৪৫,০০০ (এক লাখ পঁয়তাল্লিশ হাজার) টাকা ও ২১ রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফয়সাল শান্তিনগর এলাকার চিহ্নিত মাদক কারবারি।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্রোরেল (দক্ষিণ) কোতোয়ালি সার্কেলের পরিদর্শক শাহজালাল ভূঁইয়ার নেতৃত্বে একটি টিম রবিবার এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ফয়সাল জিজ্ঞাসাবাদে জানান, সুযোগ-সন্ধানী অপরাধী চক্র বিভিন্ন থানা থেকে অস্ত্র-গুলি লুট করে। এমন একটি অপরাধী চক্রের থেকে তিনি ম্যাগজিন ও গুলি ক্রয় করেন। চিহ্নিত ইয়াবা কারবারি ফয়সাল মূলত এলাকায় মাদক কারবারে প্রভাব বিস্তার ও প্রতিপক্ষের মনে ভীতি সঞ্চারের কৌশল হিসেবে অস্ত্র-গুলি সংগ্রহের চেষ্টা করছিলেন। তিনি শান্তিনগর ও রমনা এলাকার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে এর আগেও ছয়টি মাদক মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/একেএ