গণমাধ্যমকে দেশ ও জাতির একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মন্তব্য করেছেন বিএনপির উপদেষ্টামণ্ডলীর সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, গণমাধ্যমকে আরো বেশি করে কাজ করতে হবে। গণমাধ্যমকে বিভাজন করে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এসময় গণমাধ্যমকে ঐক্যবদ্ধ থাকা উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।
সোমবার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে নব নির্বাচিত কমিটিসহ সদস্যদের সাথে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।
বরিশাল সদর আসনের সাবেক এমপি ও সাবেক সিটি মেয়র এ্যাড সরোয়ার বলেন, রাজনীতিবিদ সাংবাদিক হাত-ধরাধরি করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ মনে করে তাঁদের এগিয়ে নিয়ে কাজ করতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরোয়ার বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে গণঅভ্যুত্থানে হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতে রাজনীতিবিদরা একসাথে মিলেমিশে কাজ করবে।
তিনি আরো বলেন, দেশ সংস্কারের জন্য অর্ন্তবর্তীকালীন সরকার কাজ করছে। যেটুকু বাকি থাকবে, সেগুলো নির্বাচিত সরকার করবে। ফলে স্বচ্ছ নির্বাচনের কোন বিকল্প নেই।
সভায় সভাপতিত্ব করেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান স্বপন। স্বাগত বক্তব্য রাখেন সাধারন সম্পাদক খালিদ সাইফুল্লাহ। সঞ্চালনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক সুশান্ত ঘোষ।
বিডি প্রতিদিন/আশিক