রাজধানীর মিরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফয়জুল ইসলাম রাজন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
শাহ আলম ৯৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক।
মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফয়জুল ইসলাম রাজন হত্যার ঘটনায় গত ১৬ আগস্ট মিরপুর মডেল থানায় একটি মামলা হয়। মামলার এজাহারে বলা হয়, গত ১৯ জুলাই বিকালে মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিস স্টেশনের সামনে আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এতে ফয়জুল ইসলাম রাজন গুলিবিদ্ধ হন। গুরুতর আহতাবস্থায় তাকে নিকটস্থ ডা. আজমল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপ-কমিশনার তালেবুর রহমান জানান, এ ঘটনায় দায়ের হওয়া মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্য ও ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়জুল ইসলাম রাজন হত্যায় জড়িত শাহ আলমকে গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/একেএ