এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে রাজধানীর প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। গতকাল মঙ্গলবার কর্মসূচিতে প্রথমবারের মতো জোটভুক্ত হয়ে বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি অংশ নেয়।
এতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াছিন, সুশান্ত ভাওয়াল, সহসাধারণ সম্পাদক আসমান আলী, সাংগঠনিক সম্পাদক মো. আলী আক্কাছ, অর্থ সম্পাদক নিরঞ্জন সরকার, পরিবেশ বিষয়ক সম্পাদক ফয়েজুল হক ফয়েজ, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা সাইফুল ইসলাম, পরিমল চন্দ্র ঢালী।
জাতীয় পরিষদ সদস্যদের মধ্যে ছিলেন মো. মোজাম্মেল হোসেন ঢালী মো. মো. কামাল হোসেন, বাকী বিল্লাহ, মো. জাহাঙ্গীর আলম রতন, মো. মাহফুজুর রহমান, মো. বাবুল হোসেন প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. নূরে আলম বিপ্লব, কেন্দ্রীয় সহসভাপতি সুশান্ত ভাওয়াল, চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন ঢালী ও চাঁদপুর জেলা কমিটির সদস্য মোহাম্মদ হানিফ।
বিডি প্রতিদিন/হিমেল