ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন এবং নির্বিচারে বোমা হামলায় শিশু ও নারী সহ অর্ধ লক্ষাধিক মুসলিমকে হত্যার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর খেলাফত মজলিসের উদ্যোগে শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরীর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমানের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের মহানগর সাংগঠনিক সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ ও মহানগর উলামা বিষয়ক সম্পাদক মুফতী নূর হোসাইন নূরানী।
এসময় বক্তারা বলেন, ফিলিস্তিনে আমেরিকার মদদে এই হত্যাকাণ্ড চলছে। আমেরিকা ইসরাইলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করতে হবে। এভাবে চলতে থাকরে সারাবিশ্বে যুদ্ধ ছড়িয়ে পড়বে। আমেরিকাও রেহাই পাবে না। ফিলিস্তিন ও লেবাননে ইসরায়েলী আগ্রাসন বন্ধ করতে হবে।
বিডি প্রতিদিন/আশিক