ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গাজীপুর সিটির ৪৬নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর নুরুল ইসলাম নুরু মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৯ অক্টোর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি ওই ওয়ার্ড থেকে পর পর পাঁচবার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন,কাউন্সিলর নুরুল ইসলাম নুরু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার রাজধানীর এভারকেয়ার
হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/মুসা