২৮ জুন, ২০১৬ ১১:২৬

ময়লার গন্ধে অতিষ্ঠ গাজীপুরবাসী

আফজাল, টঙ্গী

ময়লার গন্ধে অতিষ্ঠ গাজীপুরবাসী

ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ গাজীপুর নগরবাসী। সিটি করপোরেশন কর্তৃক নগরীর বিভিন্ন এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ফেলার কারণে একদিকে দূষিত হচ্ছে পরিবেশ অপরদিকে ময়লার পচা পানি সড়কে উপচে উৎকট গন্ধে নাকাল নগরবাসী। সড়কের পাশ দিয়ে পথচারীরা হাঁটার সময় নিঃশ্বাস বন্ধ করে নাক চেপে হাঁটছে, আর এই নগরের চিত্র কবে বদলাবে সেটাই ভাবছে। গাজীপুরকে সিটি করপোরেশন করা হলেও মহাসড়কের ওপর ময়লা দেখে মনে হয় ময়লার শহর গাজীপুর। সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নগরীর বিভিন্ন এলাকার ময়লা গুরুত্বপূর্ণ স্থানে ফেলে ময়লার ভাগাড়ে পরিণত করা হয়েছে। আর এই ময়লার উৎকট গন্ধে অতিষ্ঠ গাজীপুর নগরবাসী। এর মধ্যে টঙ্গী বাজার বাসস্ট্যান্ড, ন্যাশনাল টিউব সড়ক, নিমতলী, বরবাড়ি, বোর্ডবাজার, ছয়দানা মালেকেবাড়ি, গাজীপুর সদরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সড়কে ময়লা ফেলার কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ বিষয়ে অ্যামট্রানেট গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা ইমরুল কায়েস সুজন বলেন, টঙ্গী ন্যাশনাল টিউব সড়কে বিভিন্ন ওয়ার্ডের ময়লা ফেলার কারণে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই সড়ক দিয়ে বিদেশি ক্রেতারা আসে। তাই আমরা ময়লা ফেলার এই স্থানটি অন্যত্র সরিয়ে নিতে সিটি করপোরেশনকে অনুরোধ করেছি। সড়কজুড়ে ময়লা ফেলার কারণে ময়লার পচা পানি সড়কে জমে সড়ক খানাখন্দে পরিণত হয়েছে। বর্তমানে ওই সড়কে গাড়ি নিয়ে চলাই মুশকিল। টঙ্গী বাজার ব্যবসায়ী এস এম রুহুল আমিন মনি সরকার বলেন, সিটির লোকজন টঙ্গী বাজার বাসষ্ট্যান্ড ফুটওভার ব্রিজের নিচে ময়লা ফেলার কারণে এখানকার ব্যবসায়ী, পথচারী ও যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছে।

সম্প্রতি কতিপয় ব্যবসায়ী এই জায়গা থেকে ময়লা ফেলার স্থানটি অন্যত্র সরিয়ে নিতে স্থানীয় কাউন্সিলর গিয়াস উদ্দিনকে তাগিদ দেন। গাজীপুর শহর পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম বলেন, জায়গা স্বল্পতার কারণে সড়কের ওপর ময়লা ফেলা হচ্ছে। জায়গা পেলেই এই সমস্যার সমাধান হবে। টঙ্গী আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কবির আল আসাদ বলেন, ময়লা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় একটু সমস্যা হচ্ছে। তারপরও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সড়ক ময়লামুক্ত রাখতে।


বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৬/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর