১৭ ডিসেম্বর, ২০১৬ ১৫:২৯

ছবি যখন কথা বলে

অনলাইন প্রতিবেদক:

ছবি যখন কথা বলে

ছবি: মো. মহিউদ্দিন মাসুদ

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে বেশ কয়েক মাস আগে জায়গায় জায়গায় বসানো হয় ময়লা ফেলার ডাস্টবিন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এগুলোর জায়গা নির্ধারণ ছিল হতাশাজনক। এমন জায়গায়ও বিনগুলো বসানো হয়েছে যেখানে তা ক্উ ব্যবহারই করেন না। ছবিতে এমনই একটি বিন দেখা যাচ্ছে। এটি দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের হোসেন উদ্দিন খান লেনের নবাবগঞ্জ পার্কের কর্নারের একটি বিন। এটি ব্যবহার না করার কারণ হিসেবে অব্যবস্থাপনাকে দায়ী করলেন এলাকাবাসী। তাদের ভাষ্য অনুযায়ী বিনটি স্থাপন করা হয়েছে ওয়াসার একটি 'কল'র (ট্যাপকল) পাশে। যেখান থেকে খাবারের পানি সংগ্রহ করেন অনেকেই। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও এই কলপাড়ে স্থাপিত বিনটি ব্যবহার করতে পারছেন না তারা। 

 

বিডি-প্রতিদিন/ ১৭ ডিসেম্বর, ২০১৬/ আফরোজ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর