১০ এপ্রিল, ২০১৮ ১৮:৪২
কোটা সংস্কার আন্দোলন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যাত্রীদের ভোগান্তি

অনলাইন প্রতিবেদক

শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যাত্রীদের ভোগান্তি

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাজপথে নেমেছে আন্দোলনকারী শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা। বিক্ষোভ মিছিলের সঙ্গে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে আন্দোলন করছে তারা। আর এতে যানজট সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছে নগরবাসী। বিশেষ করে অফিসগামী ও ফেরত যাত্রীরা।

রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুড়িল বিশ্বরোড থেকে রামপুরা, বনশ্রী-মালিবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শাহবাগ, সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। ওইসব এলাকায় শুধুমাত্র অ্যাম্বুলেন্স প্রবেশ করতে দেওয়া হয়েছে। আবার কিছু কিছু এলাকায় থেমে থেমে যানবাহন চলেছে।

এদিকে কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে সামনে এক সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেন পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

বিডিপ্রতিদিন/ ই-জাহান

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর