২২ জুলাই, ২০১৮ ০৯:০২

পার্ক-রাস্তার পাশে কোরবানির হাট না বসানোর দাবি

অনলাইন ডেস্ক

পার্ক-রাস্তার পাশে কোরবানির হাট না বসানোর দাবি

সংগৃহীত ছবি

পার্ক-খেলার মাঠ ও রাস্তার পাশে কোরবানির হাট না বসানোর দাবি জানিয়েছে পরিবেশ বাচাঁও আন্দোলন (পবা)। শনিবার রাজধানীর কলাবাগানে পবার কার্যালয়ে গোল টেবিল বৈঠকে এ দাবি জানানো হয়। 

এসময় আলোচকরা কোরবানি দেয়া ও পরবর্তী সময়ে পালনীয় বিষয়গুলো সম্পর্কে মানুষকে সচেতন হওয়ার আহ্বানও জানান। তারা বলেন, জবাইকৃত পশুর বর্জ্য-রক্ত, নাড়িভুড়ি, গোবর, হাড়, খুর, শিং ইত্যাদি সঠিক ব্যবস্থাপনা ও জনসচেতনার অভাবে মারাত্মক পরিবেশ বিপর্যয়সহ জনস্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলছে। পরিবেশ সম্মত কোরবানি ও বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে করা হলে একদিকে পরিবেশ বিপর্যয় রোধ করা, অন্যদিকে জবাইকৃত পশুর অতিরিক্ত অংশ সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। 

গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। এসময় উপস্থিত ছিলেন পবার সাধারণ সম্পাদক প্রকৌ. মো. আবদুস সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী, পবার সম্পাদক ফেরদৌস আহমেদ উজ্জল, নাসফের সাধারণ সম্পাদক তৈয়ব আলী, এম এ ওয়াহেদ, স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কামরুজ্জামন মজুমদার, সাউথ-ইস্ট বিশ্ববিদ্যালয়ের প্রভাষক জোবাইদা গুলশান আরা প্রমুখ।

বিডি প্রতিদিন/২২ জুলাই ২০১৮/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর