ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাজধানী কদমতলী মেরাজনগরে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ বলছে নিহতের বয়স হবে আনুমানিক ৫৫ বছর। বুধবার ঘটনা সত্যতা নিশ্চিত করেন কদমতলী থানার পুলিশ।
মরদেহটি সুরতহাল প্রতিবেদনে কদমতলী থানার উপ-পরিদর্শক হৃদয় কুমার পোদ্দার উল্লেখ করেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতে মেরাজনগর বি-ব্লক শাহী মসজিদের সামনের কাঁচা রাস্তার উপর অজ্ঞাতনাম দুষ্কৃতকারীরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। খবর পেয়ে রাতেই তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে চিকিৎসক তাকে মৃত বলে জানান। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এএম