শিরোনাম
সোমবার, ৪ নভেম্বর, ২০১৩ ০০:০০ টা

জেলহত্যা দিবস পালিত

মুক্তিযুদ্ধের অন্যতম বীরসেনানী ও জাতীয় চার নেতাকে যথাযথ শ্রদ্ধা প্রদর্শন এবং ঘাতকদের প্রতি ঘৃণা জানানোর মধ্য দিয়ে গতকাল জেলহত্যা দিবস পালন করেছে দেশবাসী। এ সময় পলাতক ঘাতকদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানায় বীর-জনতা। দিবসটি উপলক্ষে গতকাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধু ভবন ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলের শাখা কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয়। এদিন আওয়ামী লীগ সভানেত্রী, প্র্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে, বনানী কবরস্থানে এবং ১৫ আগস্ট নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে দলীয় প্রধান হিসেবেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন। এ সময় আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মহীউদ্দীন খান আলমগীর, মোহাম্মদ নাসিম, বেগম মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, অ্যাডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, সৈয়দ আশরাফুল ইসলাম, মাহবুব-উল আলম হানিফ, ড. আবদুর রাজ্জাক, আফজাল হোসেন, মৃণাল কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে আওয়ামী লীগ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর