বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০১৪ ০০:০০ টা

আলিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলি

রাজধানীর বকশীবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসায় আধিপত্য বিস্তার ও ছাত্রাবাস দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এ সময় দুই পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এতে আহত হয়েছে বেশ কয়েকজন ছাত্র। এদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন- রুহুল কাদের (১৯), সাইফুল (২০) ও আসাদ (১৯)। গতকাল বিকাল আড়াইটার দিকে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। জানা গেছে, ছাত্রাবাসের সিট দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আলিয়া মাদ্রাসা ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক রাকিব গ্রুপের সঙ্গে সাবেক সভাপতি মহসিন গ্রুপের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে মহসিন বিল্লা গ্রুপের ফাজিল প্রথম বর্ষের ছাত্র রুহুল কাদের, আসাদ ও  সাইফুল বেলা সোয়া ৩টার দিকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। তারা সবাই আল্লামা কাশগরী ছাত্রাবাসে থাকেন।

চকবাজার থানার ওসি আজিজুল হক জানান, হল দখলকে কেন্দ্র করে মাদ্রাসা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহসিন গ্রুপ ও বর্তমান সাধারণ সম্পাদক রাকিব গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তবে গুলি বিনিময়ের ঘটনা ঘটেনি।
 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর