মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

সিলেটে ছাত্রদলের বিদ্রোহীদের উসকে দিচ্ছেন বিএনপি নেতারা!

সিলেটে ছাত্রদলের বিদ্রোহীদের উসকে দিচ্ছেন বিএনপি নেতারা!

সরকারবিরোধী আন্দোলন বা দলীয় কর্মসূচি বাস্তবায়নে নয়, সিলেটে ছাত্রদল ব্যস্ত নিজেদের মধ্যে মারামারিতে। রাজপথে প্রকাশ্যে একপক্ষ অন্য পক্ষকে রক্তাক্ত করছে। নিজেদের মারামারির ঘটনায় একের পর এক মামলা হচ্ছে থানায়। এসব মামলায় জেলও খাটছেন অনেকে। ছাত্রদলের নবগঠিত জেলা ও মহানগর কমিটির বিরুদ্ধে বিদ্রোহীদের বিএনপি নেতারাই উসকে দিয়েছেন বলে অভিযোগ ওঠেছে। নতুন কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়ে বিদ্রোহীদের দাবির প্রতি বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে একাত্মতাও পোষণ করেছেন। বিএনপি নেতাদের মদদ পেয়ে বেপরোয়া হয়ে ওঠে বিদ্রোহীরা। সুযোগ পেলেই তারা হামলা করছেন নবগঠিত কমিটির নেতা-কর্মীদের ওপর। গত ১৮ সেপ্টেম্বর সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের গুরুত্বপূর্ণ ৮টি পদে নেতাদের নাম ঘোষণা করা হয়। এরপর দলের একাংশের নেতা-কর্মীরা ওই কমিটির শীর্ষ নেতাদের ‘অযোগ্য’ দাবি করে তা প্রত্যাখ্যান ও নতুন কমিটি গঠনের দাবিতে আন্দোলনে নামেন। কমিটি ঘোষণার পরদিন জেলা সভাপতি সাঈদ আহমদকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন কমিটি প্রত্যাখ্যানকারী বিদ্রোহীরা। ওইদিন বিকালে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় নবগঠিত কমিটির নেতা-কর্মীদের ওপর হামলা করতে এলে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এ ঘটনায় জেলা ছাত্রদলের নতুন সভাপতি সাঈদসহ ১৩ জনকে আটক করে পুলিশ। সাঈদ কারামুক্তি পেলেও আটক অনেকে এখনো জেল খাটছেন। এরপর ২২ সেপ্টেম্বর ১৯ দলীয় জোটের ডাকা হরতাল চলাকালে নয়াসড়কেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। কমিটি নিয়ে রাজপথে ছাত্রদলের এই মারমুখী অবস্থার পেছনে সিলেট বিএনপির শীর্ষ নেতারা ইন্ধন দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিএনপি নেতারা অনেকটা প্রকাশ্যেই ছাত্রদলের নতুন কমিটির নেতাদের বিরুদ্ধে বিদ্রোহীদের উসকে দিচ্ছেন। ২৩ সেপ্টেম্বর নগরীর একটি কমিউনিটি সেন্টারে বিদ্রোহীরা গণপদত্যাগের আয়োজন করলে সেখানে উপস্থিত হন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, কেন্দ্রীয় সদস্য আবুল কাহের শামীমসহ জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতারা। সেখানে উপস্থিত বিএনপি নেতাদের পক্ষে আরিফুল হক চৌধুরী বক্তব্য রাখেন। তিনি বিদ্রোহীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করে তাদের পদত্যাগ করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
এদিকে, বিএনপি নেতারা ছাত্রদলের বিদ্রোহীদের দাবির প্রতি একাত্মতা পোষণ করায় তাদের পালে হাওয়া লাগে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর