মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

দুর্নীতির দায়ে অগ্রণী ব্যাংকের চার কর্তার কারাদণ্ড

দুর্নীতির দায়ে অগ্রণী ব্যাংকের ৪ কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল ঢাকার দুই নম্বর বিশেষ জজ আদালতের বিচারক হোসনে আরা বেগম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন অগ্রণী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ উল্লাহ ও সলিমুল্লাহ এবং কর্মকর্তা সারোয়ার হোসেন ও ম্যানেজার জুলফিকার আলী। এরা সবাই অগ্রণী ব্যাংকের গ্রিনরোড শাখার বিভিন্ন স্তরের কর্মকর্তা ছিলেন। আসামিদের মধ্যে মোহাম্মদ উল্লাহকে ১০ বছর, সলিমুল্লাহকে ৭ বছর এবং সারোয়ার হোসেন ও জুলফিকার আলীকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১৮ লাখ ৭৮ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর