শিরোনাম
মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

দুর্বৃত্তায়নের প্রভাবেই ছাত্রদলে অসহিষ্ণুতা

দুর্বৃত্তায়নের প্রভাবেই ছাত্রদলে অসহিষ্ণুতা

রাজনৈতিক দুর্র্বৃত্তায়নের প্রভাব আমাদের সব কিছুতেই পড়েছে। এই দুর্বৃত্তায়নের কারণেই বড় দলগুলোর ছাত্র সংগঠনের পরিস্থিতি খুবই উদ্বেগজনক। সাম্প্রতিক ছাত্রদলের কমিটি নিয়ে সংগঠনের কর্মীদের মারামারি এই দুর্বৃত্তায়নের অংশ। রবিবার আরটিভির টকশোতে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেছেন। লুৎফর রহমানের সঞ্চালনায় টকশোতে আরও অংশ নেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনুর রশিদ।
সঞ্চালকের প্রশ্নের জবাবে মান্না বলেন, এটি খুবই ভাবনার বিষয় যে কেউ ছাত্রদল করবে সে সেই দলের প্রতিষ্ঠাতার মুর‌্যাল ভাঙবে। এটা হয় না। একটি কমিটিতে কতলোক পদ পাবে। সর্বোচ্চ ২০০। কিন্তু পদপদবি নিয়ে ছাত্রদলের কর্মীরা যা করছে তাদের মধ্যে আদর্শের কোনো মূল্য নেই। গত ৫ বছর ধরে ছাত্রদল মাঠেই নেই। এখন হাজার হাজার কর্মী বের হয়ে গেল। এরা কোথা থেকে এলো? এর মধ্যে মদদ আছে। এখন ছাত্রদলের সভাপতি-সম্পাদক হওয়া ঝুঁকিপূর্ণ। কারণ জেলে যেতে হবে। এতদিন দায়িত্ব নিয়ে পালন করেনি। অতীতেও এটা আমরা দেখেছি। ঢাকা সিটিতে দলের দেওয়া দায়িত্ব পালন করেনি। তিনি বলেন, মূল সংগঠন যেভাবে ছাত্র সংগঠনকে নিয়ন্ত্রণ করে সেটাও এই সংকটের জন্য দায়ী। বেগম জিয়া নিজে একটি কমিটি করে দিলেন। তিনি কতজনকে চেনেন? তিনি হয়তো কমিটি করার জন্য দুই-তিনজনকে দায়িত্ব দিয়েছেন। তারা নিজেদের পেশি শক্তিশালী করতে কমিটি করেছেন। এখন আবার সেসব নেতাদের কাউকে খুঁজে পাওয়া যায় না। তাদের মধ্যে রাজনৈতিক আদর্শের কোনো চর্চা নেই। ফলে এমন বিধ্বংসী তৎপরতা করছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর