মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

\\\'নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোনো সংকট নেই\\\'

\\\'নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোনো সংকট নেই\\\'

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে কোনো সংকট নেই বলে মনে করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেছেন, সংকট থাকলে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাচনে বাংলাদেশের বিজয় আসত না।

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) চেয়ারপারসন নির্বাচিত হয়ে দেশে ফিরে আজ বিকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

প্রসঙ্গত, এক সপ্তাহের ব্যবধানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সিপিএর চেয়ারপারসন ও সাবের হোসেন চৌধুরী আইপিইউর সভাপতি নির্বাচিত হন।

সংবাদ সম্মেলনে স্পিকার বলেন, 'এ বিজয় বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিজয়। আমরা আজ অনেক দূর এগিয়েছি। আজ পৃথিবীর কাছে বাংলদেশ নজির স্থাপন করেছে।'

স্পিকার বলেন, '৫ জানুয়ারি নির্বাচন নিয়ে কোনো সংকট আছে বলে মনে করি না। বাংলাদেশের গণতন্ত্র ও দশম সংসদের প্রতি যদি পশ্চিমা বিশ্বের অনাস্থা থাকত, তাহলে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ও ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মতো দুটি সংস্থার চেয়ারপারসন ও চেয়ারম্যান নির্বাচিত হওয়া সম্ভব ছিল না।'

আইপিইউর নবনির্বাচিত সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, 'দেশের ভাবমূর্তি অর্থ দিয়ে পরিমাপ করা যায় না। বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে, এ বিজয় তার একটি স্বীকৃতি। আমাদের আত্মবিশ্বাস ছিল বলে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পেরেছি। এ বিজয় বাংলাদেশের ভাবমূর্তির বিজয়।'

সাবের বলেন, 'বর্তমানে বিশ্বের ১৯২টি দেশে নির্বাচিত সংসদ চালু আছে। এর মধ্যে ১৮৫টি দেশই আইপিইউ ও সিপিইউরে সদস্য। বাংলাদেশ এখন এ দেশগুলোর নেতৃত্ব দিচ্ছে।'

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ২১ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর