বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

আবদুল জব্বারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

আবদুল জব্বারের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পিরোজপুর-৪ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল জব্বারের বিরুদ্ধে প্রসিকিউশনের ১৪তম সাক্ষী মহেন্দ্র অধিকারীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। গতকাল বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জব্বারের বিরুদ্ধে সাক্ষ্য দেন মহেন্দ্র অধিকারী। এই সাক্ষী বলেন, ১৯৭১ সালে আবদুল জব্বার পিরোজপুরের মঠবাড়িয়ায় শান্তি কমিটি গঠন করেন। তিনি থানা শান্তি কমিটির সভাপতি হন। তার নির্দেশে মঠবাড়িয়া এলাকায় হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়। এর আগে ১৩তম সাক্ষী জনপ্রসাদ পাইককে জেরা করেন আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আবুল হাসান। আবদুল জব্বারের বিরুদ্ধে ১৪ আগস্ট অভিযোগ গঠন করা হয়। ৭ সেপ্টেম্বর সূচনা বক্তব্য উপস্থাপনের পর সাক্ষ্যগ্রহণ শুরু হয়। তিনি পলাতক।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর