বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

মামলা তদন্তের অনুমোদন চেয়ে দুদকে প্রেরণ

মামলা তদন্তের অনুমোদন চেয়ে দুদকে প্রেরণ

চট্টগ্রামে ৫৭ লাখ ৯২ হাজার টাকাসহ একজনকে আটকের ঘটনায় দায়ের হওয়া মানিলন্ডারিং আইনের মামলা তদন্তের অনুমোদন চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। গত সোমবার মামলার নথি নগরীর কোতয়ালি থানা থেকে দুদকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে পাঠানো হয়। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, চট্টগ্রামের আদালত এলাকায় বস্তাভর্তি ৫৮ লাখ টাকাসহ একজন আটকের ঘটনায় জেলা প্রশাসকের এল এ শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জবানবন্দি গ্রহণ কার্যক্রম শুরু করেছে তদন্ত কমিটি। গতকাল বিকাল থেকে কমিটি তাদের জবানবন্দি গ্রহণ করেন। জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বস্তাভর্তি টাকা আটকের ঘটনায় জেলা প্রশাসক কার্যালয়ের এল এ শাখার প্রায় ২৫ জন কর্মকর্তা-কর্মচারীর কাছে চিঠি পাঠিয়েছে। তাদের কাছে ঘটনা সংক্রান্ত নানা তথ্য কমিটিকে প্রদান ও জবানবন্দিতে অংশ নেওয়ার জন্য বলা হয়েছে। এর মধ্যে এল এ শাখার সার্ভেয়ার, কানুনগো, এমএলএসএস ও বিভাগ সংশ্লিষ্টরা রয়েছেন। একই সঙ্গে ইতিমধ্যে ঘুরে ফিরে আসা সার্ভেয়ার নুর চৌধুরী ও শহীদুল ইসলাম মুরাদকে জবানবন্দি দিতে বদলিকৃত কর্মস্থলে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া এল এ শাখায় বিভিন্ন সময় আসা সাধারণ মানুষদেরও গণশুনানি করা হবে। তদন্ত কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হোসেন বলেন, ইতিমধ্যে আমরা সম্ভাব্যদের কাছে চিঠি পাঠিয়েছি।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর