বুধবার, ২২ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

\\\'এ সালের মধ্যেই নির্বাচনের নতুন সূর্য\\\'

\\\'এ সালের মধ্যেই নির্বাচনের নতুন সূর্য\\\'

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে উদ্দেশে করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আপনারা বলেন, ২০১৯ সালের আগে নির্বাচন দিবেন না। যতই দাম্ভিকতা করুন না কেন এ সালের (২০১৪) মধ্যেই নির্বাচনের নতুন সূর্য দেখতে পাবেন।’

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আজ দুপুর সোয়া ১২টার দিকে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার ও গণতন্ত্র’ শীর্ষক গোল টেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমাদের করণীয় হচ্ছে জনগণকে সংগঠিত করা।’

অনেকেই বলেন, বিএনপি আন্দোলন করতে পারবে না- এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘তারা (ক্ষমতাসীনরা) যতই দাম্ভিকতার সঙ্গে কথা বলুক না কেন, তাদের উচ্চকণ্ঠে কথা বলা শুনলেই বুঝায় তাদের বুকে কাঁপন ধরে গেছে। বিএনপি আন্দোলন করতে পারুক আর নাই পারুক শেখ হাসিনা সরকারে থাকতে পারবে না। তার আযুষ্কাল বেশি দিন নেই।’

সংগঠনের মহাসচিব আহসানউল্লাহ শামীমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শাসছুজ্জামান দুদু এবিএম মোশাররফ হোসেন, ফরহাদ হোসেন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।

বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর