শিরোনাম
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

রংপুর মেডিকেল ছাত্রলীগের কমিটি বাতিল, উত্তেজনা

রংপুর মেডিকেল কলেজে ছাত্রলীগের কমিটি গঠনের সাত দিনের মাথায় বাতিল এবং সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। জানা গেছে, গত ১৫ অক্টোবর সারোয়ার আলমকে সভাপতি ও ফারহান রহমানকে সাধারণ সম্পাদক করে রংপুর মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় মহানগর ছাত্রলীগ। গতকাল বিকালে ওই কমিটি বাতিল করে সভাপতি ও সাধারণ সম্পাদককে দল থেকে বহিষ্কার করা হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মহানগর ছাত্রলীগ সভাপতি ইউনুছ আলী বলেন, ৬১ সদস্যের কমিটির মধ্যে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুমোদন দেওয়া হয়। কমিটি পেয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে ফুল দেননি। পাশাপাশি ৬১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে বলে পোস্টারিং করেন। তাই দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করা হয়েছে। কমিটির সভাপতি সারোয়ার আলম বলেন, কমিটি বাতিল ও বহিষ্কারের কোনো চিঠি পাইনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো কাজ আমরা করিনি। কলেজের অধ্যক্ষ ডা. জাকির হোসেন বলেন, কমিটি গঠন নিয়ে কয়েক দিন আগেও ডা. পিন্নু হোস্টেলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ বাধে। কলেজের পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলটির নেতা-কর্মীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর