বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

হাজার বোতল ফেনসিডিল ও চারশ পিচ ইয়াবাসহ আটক ২

হাজার বোতল ফেনসিডিল ও চারশ পিচ ইয়াবাসহ আটক ২

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)মাদকবিরোধী অভিযানে ১০০০ বোতল ফেনসিডিল, ৪০০ পিচ ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ দুইজনকে আটক করেছে। রাজধানীর শ্যামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হল- সরোয়ার হোসেন ওরফে মামুন (৩৬) ও মো. লিটনকে (২৮)। আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা যশোরের বেনাপোল এলাকা থেকে ফেনসিডিল এবং কুমিল্লা থেকে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে পাইকারি বিক্রি করে।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি পশ্চিম) ডিসি শেখ নাজমুল আলম এ কথা জানান।

নাজমুল আলম বলেন, 'ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোহাম্মদ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ বুধবার রাত ৯টার দিকে শ্যামপুর এলাকায় অভিযান চালিয়ে ১০০০ বোতল ফেনসিডিল, ৪০০ পিচ ইয়াবা ও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি ট্রাকসহ (ঢাকা মেট্রো ট-১৮-০৪৬১) দুইজনকে আটক করে।'

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৪/জান্নাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর