বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

\\\'শিক্ষাখাতে বিনিয়োগ কখনও ব্যর্থ হয় না\\\'

\\\'শিক্ষাখাতে বিনিয়োগ কখনও ব্যর্থ হয় না\\\'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, 'শিক্ষাখাতে বিনিয়োগ কখনও ব্যর্থ হয় না।'

মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে প্রাথমিক শিক্ষকদের পর্যাপ্ত সুযোগ-সুবিধা প্রদানের আহ্বান জানিয়ে তিনি এ কথা বলেন।

আজ বৃহস্পতিবার বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আরেফিন সিদ্দিক বলেন, 'প্রাথমিক শিক্ষা একটি দেশের ভিত রচনা করে। তাই মানসম্মত প্রাথমিক শিক্ষা ছাড়া দেশের উচ্চ শিক্ষায় কাঙ্খিত সফলতা অর্জন সম্ভব নয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষার গুরুত্ব সঠিকভাবে অনুধাবন করেছিলেন বলেই প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করেছিলেন।'

ছাত্র-ছাত্রীদের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'এ লক্ষে শিক্ষকদের সদা সত্যনিষ্ঠ থাকতে হবে।'

বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর ২০১৪/জান্নাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর