বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

তিন সাংবাদিককে \\\'অবাঞ্ছিত\\\' ঘোষণায় সম্পাদক পরিষদের উদ্বেগ

তিন সাংবাদিককে \\\'অবাঞ্ছিত\\\' ঘোষণায় সম্পাদক পরিষদের উদ্বেগ

দেশের বিশিষ্ট তিন সাংবাদিককে শহীদ মিনারে কয়েকটি সংগঠনের ‘অবাঞ্ছিত ঘোষণা করায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ।

আজ সম্পাদক পরিষদের এক সভায় এ উদ্বেগ প্রকাশ করা হয়। ডেইলি স্টার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার।

সভায় নিন্মোক্ত প্রস্তাব গৃহীত হয়- সম্পাদক পরিষদ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে যে, সম্প্রতি পরিষদের দুই সম্মানিত সদস্য দৈনিক ‘মানবজমিন’-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও দৈনিক ‘নিউএজ’ সম্পাদক নূরুল কবিরকে কয়েকটি সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণা করেছে। মতিউর রহমান চৌধুরী ও নুরুল কবীর স্ব-স্ব সংবাদপত্র, টিভির টকশোতে তাদের মতামত দায়িত্বশীলতার সঙ্গে ও স্বাধীনভাবে ব্যক্ত করেন। সম্পাদক পরিষদ মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করার যে কোন প্রয়াস গণতন্ত্র চর্চার অন্তরায় বলে মনে করে।

আমরা এই দুই সম্পাদকসহ তিন সাংবাদিককে কেন্দ্রীয় শহীদ মিনারে অবাঞ্ছিত ঘোষণার তীব্র নিন্দা জানাই। আমরা আশা করবো, সংশ্লিষ্টরা ভবিষ্যতে এ ধরনের কোন পদক্ষেপ গ্রহণে বিরত থাকবেন।

বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ১৪/ সালাহ উদ্দীন

সর্বশেষ খবর